Birthday Gift - A bengali story

Jolchobi

বার্থডে গিফট

শ্যামল মজুমদার

মায়ের কথা শুনে মেজাজ টা বিগড়ে গেল সায়নির।ধুস !কত প্ল্যানিং করে রেখেছিল , অফিস থেকে বেরোলেই আজ শপিংয়ে যাবে সৌম্য কে নিয়ে , আগামীকাল জন্মদিন সায়নির, তার আগে চুটিয়ে শপিং করবে অ্যাক্সিস মল , বিগ বাজারে , শেষে ডায়ামন্ড প্লাজাতে ডিনার সেরে বাড়ি ফিরবে । আর সৌম্য কাল রাতেও বলেছে এবছর জন্মদিনে এমন একটা সারপ্রাইজ গিফট দেবে -যা সায়নির সারাজীবন মনে থাকবে। নির্ঘাত আইফোন এইট!বাজারে আসার পর থেকেই মডেলটার প্রেমে পড়েগেছে সায়নি। সৌম্য কে অনেকবার বলেছে এই মডেলটার কথা।তাই কি !কাল রাতে এই সব ভাবতে ভাবতেই ঘুম ধরে গেছিল । কিন্তু সক্কালে ঘুম ভেঙে বিছানায় শুয়ে সবে হোয়াটস্অ্যাপ ফেসবুক টা চেক করছে ,হঠাৎ দরজার বাইরে থেকে মায়ের ঝংকার ,"তাড়াতাড়ি উঠে পড়ে রেডি হয়েনে , মিস্টার চৌধুরী আর মিসেস চৌধুরী তোকে দেখতে আসবেন ।" চমকে উঠলো সায়নি । কে এই মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী ?কস্মিনকালেও তো বাড়িতে আসতে দেখেনি সে । তারচেয়ে বড় কথা , সপ্তাহ খানেক আগেই মা কে সৌম্যর কথা বলেছে , মা কে এও বলেছে সৌম্য ছাড়া কাউকে বিয়ে করবেনা সায়নি , মা কে তাই নিশ্চিন্তে ছিল সায়নি। সে জানতো মা সুযোগ বুঝে বাবার কানে কথা টা তুলবেই । কাল রাতেও তো মা কিছু বলেনি !কিন্তু একি অঘটন ? কথা নেই বার্তা নেই দুমদাম করে যে পারবে চলে আসবে আর !সে কি পুতুল নাকি ?কভি নেহি !সে তেড়েমেড়ে বলে উঠলো ,"কে বলেছে উনাদের আসতে ?আমি বিয়ে করবো না ।"
দরজার ওপাশ থেকে আওয়াজ এলো ,"আমি এতসব বুঝিনা বাপু !বিয়ে করবে না সেটা তোমার বাবাকে গিয়ে বলো , বাপ মেয়ের মাঝে আমি এত অনুঘটক সাজতে পারবোনা ।"
বাবা !নাম টা শুনেই চুপ করে গেল । আজও বাবার সামনা সামনি হতে ভয় পায় , মুখের উপর কথা বলা তো দূরের ব্যাপার । আর বাবা কে গিয়ে বলবে, আমি বিয়ে করবো না ?তুমি ওদের আসতে না বলে দাও । অসম্ভব ব্যাপার । সব রাগ পড়লো মায়ের উপর । হাতের ফোন টা রাগে ছুড়ে দিয়ে রাগে চিৎকার করে বললো ,"তুমি আমার বড় শত্রু । মা হয়ে মেয়ের পাশে না থেকে আরও গর্তে ঠেলে দিচ্ছ ।"
দরজার ওপাশে শোনার মতো হয়তো কেউ ছিলনা নাহলে নির্ঘাত প্রত্যুত্তর পেত ।আশ্চর্যজনক ভাবে ফোন টা টেবিলের উপর ঠোক্কর খেয়ে পড়তে পড়তে ও নিচে পড়লো না ।
অভিমানে রাগে দুঃখে ফুঁপিয়ে উঠলো সায়নি ।

ফোন টা রিং হয়ে যাচ্ছে । সৌম্য তুলছে না । মানুষের এত কাজের চাপ !একমিনিট ফোন টা ধরা যায়না । সৌম্যটা কোনদিন পাল্টাবে না । চিরদিন একটা অপদার্থই থাকবে । বাইরে পায়ের আওয়াজ শোনা গেল । মা ডাকলেন ,"তাড়াতাড়ি আয় , উনারা কখন থেকে চা জল খাবার খেয়ে অপেক্ষা করছেন ।"
-"এই একমিনিট মা , যাচ্ছি ।"সায়নি চটপট উঠে শাড়ির আঁচল টা ঠিক করতে লাগলো ।

টিপিক্যাল বাংলা সিরিয়ালের শাশুড়ি দের মতো মিসেস চৌধুরী বললেন ,"মেয়ে আমাদের খুব পছন্দ । বৌমা নয় আমার মেয়ে হিসেবেই আমাদের বাড়ি তে থাকবে আপনাদের মেয়ে ।"
কথা গুলো শুনে খুব রাগ ধরলেও বাবা সামনে, তাই যতটা সম্ভব রাগ টা গোপন করে মুখটা লাজুক করার চেষ্টা করলো সায়নি।ছেলে স্টেট ব্যাংকে চাকরি করে , সৌম্য ও স্টেট ব্যাংকে চাকরি করে , সায়নির ইচ্ছে করলো একবার জিজ্ঞেস করতে কোন ব্রাঞ্চে ছেলেটি আছে , কিন্তু সংযত করলো নিজেকে।
সায়নির বাবা অপূর্ব বাবু বললেন ,"আমাদের ছেলে পছন্দ কিন্তু আমার মেয়ে তো একবারও ছেলে কে দেখেনি , তার মতামত জানতে হবে ।"
মিস্টার চৌধুরী হেসে বললেন ,"সে আর এমন কি !আপনার মেল আইডি টা দিন , সন্ধ্যা বেলা আমার ছেলের ছবি মেল করেদিবো ।সায়নি মায়ের পছন্দ হলেই শুভদিন একটা ধার্য্য করে নেওয়া হবে । "
সায়নি মনে মনে বলে উঠলো , তার আবার পছন্দ !বাবার পছন্দ হয়েগেছে মানে ঘুরে ফিরে সায়নিকেও পছন্দ করতে হবে । এতদিন ধরে বাবা কে দেখছে , খুব ভালো করেই জানে বাবার পছন্দ কি জিনিস ।

বছর দুয়েক আগে এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে সৌম্যর সাথে আলাপ ।সায়নির চেয়ে বছর পাঁচেকের বড় হবে প্রায় , প্রথম দিকে উপেক্ষা করলেও মাস দুয়েকের মধ্যেই সায়নি সৌম্যের ভালোবাসার স্রোতে ভেসে গেছিল ।এর মধ্যে সৌম্য ও চাকরি পেল । তারপর বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে কত বিকেল কত রাত সৌম্য আর সায়নি ইকো পার্ক থেকে ভিক্টোরিয়া , ময়দান থেকে গঙ্গার পাড় একসাথে ঘুরেছে , রেস্টুরন্টে একসাথে বিরিয়ানি খেয়েছে। সায়নি বিয়ের কথা বললেই সৌম্য বলতো,"দাঁড়াও সবে জব টা পেয়েছি , একটু গুছিয়ে নি , ঠিক সময় হলে বাবা মার সাথে আলাপ করিয়ে দিব , তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো । "
কাল কে জন্মদিন । ভেবেছিল আজ সৌম্য কে নিয়ে সারা সন্ধ্যে ঘুরবে নতুন কয়েক টা ড্রেস কিনবে । অনেক বার ফোন করার পর ও যখন সৌম্য কল ব্যাক করলো না , রাগে অভিমানে দুঃখে আর বিকেল থেকে ফোন করেনি ও তেমনি সারাদিন বাড়ি থেকে বেরোয়নি নিজে l।একটা কথা বারবার মাথায় ঘুর পাক খাচ্ছে , বাবার পছন্দ হয়েছে মানে একরকম সায়নি কে জানিয়ে দেওয়া হলো বিয়ের জন্য একপ্রকার মানসিক প্রস্তুতি নিতে। আচ্ছা , সৌম্য কে সব বললে সে কি এসে বাবা মায়ের সাথে কথা বলবে ?যদি সৌম্য না আসে নিজে থেকে বা সৌম্য বাবার সাথে দেখা করার পরেও বাবা যদি রাজি না হয় ?নাহ , সে আর ভাবতে পারছেনা । টেনশনে গলাটা শুকনো লাগছে , সে হাত বাড়িয়ে জলের বোতল খুলে এক চুমুক জল খেল। এমন সময় বাইরে মায়ের গলা , "মামন বেরিয়ে আয় তোর বাবা ডাকছে নিচে ।"বাড়িতে সবাই মামন বলে ডাকে । সে উঠে বেরিয়ে গেল ।

অপূর্ববাবু নিচের রুমে ল্যাপটপ নিয়ে বসেছিলেন। সায়নি কে দেখে বললেন ,"মিস্টার চৌধুরী তাঁর ছেলের ছবি পাঠিয়েছেন দেখে নাও ভালো করে । "
বাবার সামনে পাত্রের ছবি দেখা !খুব ভয় করতে লাগলো , সে মায়ের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ল্যাপটপের সামনে মাথা ঝুঁকে দাঁড়ালো।
প্রথম টায় ভিরমি খেল । সে কি ভুল দেখছে ?আবার ভালোকরে তাকিয়ে দেখলো , নিজের চোখ কেই বিশ্বাস হয়না যেন । এতো সৌম্য । বাবাকে কি ভুল ছবি পাঠিয়েছে ?পিঠে আলতো হাতের স্পর্শে পিছনে মাথা ঘুরিয়ে দেখলো মা মুচকি হাসছে , সে অবাক হয়ে বাবার দিকে আস্তে আস্তে চোখ তুলে দেখলো বাবাও মুখ টিপে হাসছে । এতক্ষনে ব্যাপারটা যেন তার মাথায় ঢুকলো , আনন্দে উচ্ছাসে চোখের কোন চিকচিক করছে , সব ভয় সরিয়ে বাবাকে জড়িয়ে ধরে বললো ,"আই লাভ ইউ পাপা ।"
মেয়ের মাথায় হাত বুলিয়ে অপূর্ব বাবু বললেন , "তুই আমাদের একমাত্র সন্তান , তোর মতামত কে গুরুত্ব দেবনা তা কি কখনো হয় ?"
পিছন থেকে সায়নির মা বললেন ,"তুই সেদিন সৌম্যর কথা বলার কয়েকদিন আগেই সৌম্যর বাবা মা যোগাযোগ করেছিলেন আমাদের সাথে । শুধু সৌম্য অনুরোধ করেছিল তোকে কিছু না জানাতে , তোর জন্মদিনে বার্থডে গিফট হিসেবে খবর টা দেবে বলে ।" সত্যি এতবড় ভুল হয় !একই চাকরি একই পদবী হওয়া সত্ত্বেও টেনশনে ব্যাপারটা তো একবারও ভেবে দেখেনি যাচাই করেনি , নিজের বোকামি তে নিজেই লজ্জা পেল সায়নি । মাথা নেড়ে বাবাকে জড়িয়ে ধরে বললো "উমম"।

তখন ঘড়ির কাঁটা বারো টার ঘরে কাঁটায় কাঁটায় । আনন্দে ঘুম আসছিল না সায়নির ।এভাবে স্বপ্নের মতো সবকিছু হয়ে যাবে কোনদিন ভাবেনি সে । উফ্ফ -কি টেনশন টাই না দিল সারাদিন মা বাবা সৌম্য । ফোনটা বেজে উঠলো , আনমনে ফোন টা রিসিভ করতেই ওপাশের কন্ঠ বলে উঠলো ,"many many returns of the day ...."
সায়নি চিৎকার করে বললো ,"আমি তোমাকে খুন করে ফেলবো ইডিয়ট "।
ফোনের ভেতর থেকে ভেসে আসা কন্ঠ ফিসফিস করে বললো , "কেন ?জন্মদিনের গিফট পছন্দ হয়নি তোমার ?"
ফোনটা বুকের কাছে এনে পাশ বালিশ টা আঁকড়ে সায়নি ও ফিসফিস করে বললো , "খুব পছন্দ হয়েছে -খুব-ব -ব , লাভ ইউ সৌম্য -আই লাভ ইউ "।

সমাপ্ত

© FB.com/shyamal.majumder.39501



Facebook Twitter Google Digg Reddit LinkedIn Pinterest StumbleUpon Email



~~ জলছবি ~~