Jolchobi Web Magazine | Bengali Stories | Bengali Poems

Jolchobiসামাজিক মাধ্যমের বিস্তৃত দুনিয়ায় আজকাল একটু নজর ঘোরালেই চোখে পরে টুকরো টুকরো অজস্র লেখনী। এইসব লেখনীর পিছনে রয়েছেন আমাদেরই পরিচিত বিভিন্ন মানুষ, যাঁরা তাঁদের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও টিকিয়ে রেখেছেন নিজস্ব সৃজনশীলতা। বেশিরভাগ ক্ষেত্রেই ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিপুল সৃজনশীলতার কোনো সংকলন হয় না। ফলতঃ কালের গর্ভে তলিয়ে যায় বহু সৃষ্টি। দীর্ঘ ভাবনাচিন্তার পর আমাদের মনে হয়েছে ঠিক এইখানে আমরা ব্যবহার করতে পারি JolChobi.com এর মাধ্যমকে। সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু করা ২২শে শ্রাবণ, ১৪২৫। এই যাত্রায় লেখক লেখিকারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে আমরা অভিভূত। সকলের সহযোগিতায় প্রকাশিত হলো Jolchobi Web Magazine। আগামী দিনগুলিতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সম্পাদনায় অরুণীতা চক্রবর্তী

~~ জলছবি ~~