Hotat Bristi - A bengali poem

Jolchobi

হঠাৎ বৃষ্টি

নীলাঞ্জনা মুখার্জ্জী

অাজ অাবার বৃষ্টি নেমেছে
সেদিন যেমন নেমেছিল,
গাছের তলায় শুধু তুমি অার অামি
অাবার তেমন বৃষ্টি ৷
গাছের তলা একা দাঁড়িয়ে অামি,
অামার পাশটা খালি৷
সেদিনই ভেবেছিলাম দুরে কোথাও হব
"নিরুদ্দেশ" পারিনি ৷
শুধুমাত্র তোমার কথা ভেবে
কষ্টে বুক ফেটে ছিল শুধু৷
সব ছাড়লাম,
শুধু ছাড়তে পারিনি স্মৃতি
অার ছাড়তে পারিনি শরীরে
বেড়ে ওঠা সেই
প্রাণটাকে যে দুদিন পর ডাকল
"মা" বলে
"মা,মা,মা" অামি অপেক্ষায় ছিলাম৷
অাজও নেমেছে বৃষ্টি
অামার পাশে অামার মন জুড়ে
একজন অামার মেয়ে৷

সমাপ্ত

© FB.com/nilanjana.mukherjee.3591



Facebook Twitter Google Digg Reddit LinkedIn Pinterest StumbleUpon Email



~~ জলছবি ~~