Polaner Ma - A bengali story

Jolchobi

পলানের মা

নীহার চক্রবর্তী

সাইকেল চুরির অভিযোগে পলানকে গণধোলাই দেওয়া হচ্ছে রায়দের বাগানে । মুহূর্তে সে খবর চারদিকে ছড়িয়ে পড়লো । পলানকে মারার খবর পেয়ে ওর মা আলুথালু পোশাকে রায়দের বাগানের দিকে ছুটতে শুরু করলো ।

মিনিট দুয়েকের মধ্যে ঝড়ের বেগে পলানের কাছে পৌঁছে গেলো ওর মা । ততক্ষণে পলানের প্রাণ উড়ে গেছে দূর-শূন্যে । ওর রক্তাক্ত দেহ পড়ে আছে মাটিতে ।
ওর মা সব ভিড় কাটিয়ে ঝাঁপিয়ে পড়লো দেহের ওপর । তারপর সে আকাশ-ভাঙা কান্নায় ভেঙে পড়লো । অনেকেই দেখতে থাকলো সেই সকরুণ দৃশ্য । কেউ-কেউ বিদ্রূপের হাসি হাসতে থাকলো ।
পলানের মা ছেলের পক্ষে কিছু না বললেও গ্রামের কে এক বিদঘুটে হেসে বলে উঠলো, ''চোরের মার বড় গলা ।''
তার দিকে একবার তাকিয়ে পলানের মা একেবারে চুপ হয়ে গেলো ।

তারপরেই দেখা গেলো পলানের মা পলানের দেহের ওপর মসৃণভাবে হাত বোলাচ্ছে । তন্নতন্ন করে কি যেন দেখছে ছেলের সারা দেহে । দেখে সব একদম চুপ । যারা কথা বলছিল তারাও থেমে গেছে সে দৃশ্য দেখে ।

তার কয়েক মিনিট পর সেখানে পুলিশের ভ্যান এলো । সবাই ভয়ে সরে গেলো । কেউ পালাতে থাকলো । পলানের মাকে দেখে পুলিশ কিন্তু কিছু বলল না ।
বোধহয় সে থানার দারোগা হবে ।
সে গ্রামের একজনকে জিজ্ঞেস করলো ,''এ কে ?'' সে সকাতরে উত্তর দিলো,''পলানের মা, বাবু । একটাই ছেলে বেচারি বিধবা মায়ের ।'' সঙ্গে-সঙ্গে পলানের মা উঠে দাঁড়ালো । কাপড় দিয়ে তার চোখ মুছতে থাকলো অনবরত । সেই দারোগাকে সারা মুখে অদ্ভুত হাসি নিয়ে বলল,''আর একটু সময় দাও গো আমাকে । হয়ে এসেছে । পলান আমার একটু-একটু করে জেগে উঠছে ।''

সবিস্ময়ে দারোগা তখন পলানের মাকে প্রায় অস্ফুট-গলায় বলল,''সে হবেই । মার পরশ তো । চল আমার সাথে ।''
তারপর সে তাকে ভ্যানে তুলতে গেলো ।
কিন্তু পলানের মা বেশ মেজাজের সঙ্গে বলে উঠলো,''আমি যেভাবে এখানে এসেছি সেভাবেই যাবো । তোমরা পলানকে নিয়ে যাও । আমি আসছি পিছনে-পিছনে । আমার পলানকে সাবধানে রেখো ।''
দারোগা তখন তার হাতে হাত রেখে বলল,''সে হবেই । আমাদের আগেই পৌঁছে যাবেন আপনি । মার প্রাণ তো ।''

ভ্যান ছুটছে । পিছনের পলানের মা দৌড়চ্ছে । একবার সে পড়ে গেলো মাটিতে । নিমেষে উঠে আবার ছুটতে থাকলো ।
সে অবাক-করা দৃশ্য দেখে কিছুসময় আগে যারা পলানকে নির্মমভাবে প্রহার করেছিলো,তাদের মধ্যে কারো-কারো চোখও ছলছল করে উঠলো ।
কেউ-কেউ পলানের মার পিছনে ছুটে ব্যর্থ হয়ে সকাতর মুখে ফিরে এলো

সমাপ্ত

© FB.com/profile.php?id=100010890695714Facebook Twitter Google Digg Reddit LinkedIn Pinterest StumbleUpon Email~~ জলছবি ~~